Site icon Jamuna Television

রাশিয়ায় করোনায় রেকর্ড মৃত্যু

ছবি: সংগৃহীত।

রাশিয়ায় করোনায় এক দিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯২৯ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরু হওয়ার পর দেশটিতে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, রাশিয়ায় এ পর্যন্ত ৭৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের পর গত আগস্ট থেকে রাশিয়ায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করে।

রাশিয়ায় গত কয়েক মাস ধরে করোনার কয়েকটি টিকা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে। তবে টিকা নিতে অনিচ্ছুক জনগোষ্ঠীকে টিকা নিতে উৎসাহিত করতে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তারা। জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশের টিকা নেওয়ার কোনো পরিকল্পনাই নেই।

রাশিয়ার যে অঞ্চলগুলোতে করোনার মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম মস্কো। এখানকার হাসপাতালগুলোর দুই তৃতীয়াংশ বেডে চিকিৎসা নিচ্ছে করোনায় সংক্রমিত ব্যক্তি।

Exit mobile version