Site icon Jamuna Television

মুক্তি পেয়েছে ‘হাউজ অব দ্য ড্রাগন’র ট্রেলার

মুক্তি পেয়েছে 'হাউজ অব দ্য ড্রাগন'র ট্রেলার

ছবি: সংগৃহীত

প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেলো ‘হাউজ অব দ্য ড্রাগন’র ট্রেলার। জর্জ আরআর মার্টিনের বইয়ের উপর ভিত্তি করে হিট ফ্যান্টাসি সিরিজ ‘গেম অফ থ্রোনস’র প্রিক্যুয়েল এটি।

জর্জ আর আর মার্টিনের ফ্যান্টাসি গল্প গেম অব থ্রোনসে যে সময়ের কথা বলা হয়েছে, নতুন প্রিকুয়েলে দেখানো হবে তারও প্রায় ৩০০ বছর আগের ঘটনা৷ হাউজ অব দ্যা ড্রাগন সিরিজটি মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হবে৷ এতে দেখানো হবে হাউজ টারগারিয়ানের বিভিন্ন কাহিনী৷

গেম অব থ্রোনসে এমিলিয়া ক্লার্কের অভিনয় করা ডেনিয়েরিস টারগারিয়ান চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয় টারগারিয়ান বংশের কথা৷ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ডেনিয়েরিস ড্রাগনকে পোষ মানাতে পারতেন, এজন্য তার উপাধি দেয়া হয় মাদার অব ড্রাগনস৷

‘গেইম অব থ্রোনস’ ৫৮টি অ্যামি অ্যাওয়ার্ডস পেয়েছে। কোনো টিভি সিরিজের জন্য এটাই সর্বোচ্চ বেশিবার অ্যামি পাওয়ার ঘটনা। অ্যামি ছাড়াও আরো অনেক অনেক পুরস্কার পেয়েছে ‘গেইম অব থ্রোনস’।

‘গেইম অব থ্রোনস’ শেষ হয়ে যাওয়ার পর যারা মনে করেছিলেন সিরিজটি শেষ তাদের জন্য এই প্রিক্যুয়েল। আর প্রিক্যুয়েলটি দেখতে অপেক্ষা করতে হবে ২০২২ সাল পর্যন্ত।

এনএনআর/

Exit mobile version