Site icon Jamuna Television

‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত জয়া

‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত জয়া আহসান

ছবি: সংগৃহীত

দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় জীবনে পেয়েছেন অনেক স্বীকৃতি। এবার অন্যরকম এক সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। এবার পশুপ্রেমের জন্যে ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত হচ্ছেন এই শিল্পী।

পশুদের নিয়ে কাজ করে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার। প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করছে সংগঠনটি। প্রাণী ভালোবাসেন, সহযোগিতা করেন এমন ১০ জনকে দেওয়া হচ্ছে এই সম্মাননা।

সম্প্রতি বিজয়ীদের নাম ঘোষণা করে সংগঠনটি। এতে জয়া আহসান ছাড়াও রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও। আগামী নভেম্বরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

এনএনআর/

Exit mobile version