Site icon Jamuna Television

আফ্রিকার শিশুদের জন্য ম্যালেরিয়া টিকার অনুমোদন

আফ্রিকার শিশুদের গণহারে ম্যালেরিয়া টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও। এই টিকা আবিষ্কার বিজ্ঞানের জন্য বিরাট সাফল্য বলে মন্তব্য করেছেন ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম।

আফ্রিকান চিকিৎসকদের প্রায় একশ বছরের গবেষণায় প্রাপ্ত টিকা নিয়ে তিনি গর্বিত বলে জানান ডব্লিউএইচও প্রধান।

ডব্লিউএইচওর পাইলট প্রকল্পের আওতায় ২০১৯ সাল থেকে ২৩ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে ঘানা, কেনিয়া, মালাউয়ির সদ্যজাত শিশুদের। ব্রিটিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লিনের উৎপাদিত মসকুইরিক্স ডব্লিউএইচও অনুমোদিত একমাত্র ম্যালেরিয়ার টিকা।

আফ্রিকায় কোভিড নাইনটিনের চেয়ে বহুগুণ বেশি ভয়াবহ ম্যালেরিয়া। ২০১৯ সালে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মানুষের। ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃতদের ৯৪ শতাংশই আফ্রিকার। এদের বেশিরভাগই আবার ৫ বছরের কম বয়সী।

Exit mobile version