Site icon Jamuna Television

আজ মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম

নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দুই জায়ান্ট ফ্রান্স ও বেলজিয়াম। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে এই মহারণ।

সাম্প্রতিক ফর্মের বিচার করলে এই ম্যাচে এগিয়ে রাখতে হবে বেলজিয়ামকে। কিন্তু দুই দলের মুখোমুখির অতীত পরিসংখ্যান বলছে, এগিয়ে আছে ফ্রান্স। কারণ, সবশেষ ১০ দেখায় বেলজিয়ামকে ৫ বার হারিয়েছে ফ্রান্স, ড্র হয়েছে তিন ম্যাচ আর দুই ম্যাচে জয়ী ছিলো মার্টিনেজের দল।

তবে এই ম্যাচে ডিভক অরিগি, ক্রিস্টিয়ান বেনটেকের মতো ফুটবলারদের দলে রাখেননি বেলজিয়াম কোচ। তবে থাকছেন লুকাকু। অন্যদিকে দেশমসের ফ্রান্সে তেমন ইনজুরি সমস্যাও নেই। কেবল কোভিড আক্রান্ত কন্তে মিস করবেন এই ম্যাচ।

Exit mobile version