Site icon Jamuna Television

সামাজিক মাধ্যম বিষয়ক আইন সংস্কার করবে যুক্তরাষ্ট্র

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও স্বচ্ছতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত আইন সংস্কার করবে যুক্তরাষ্ট্র। ফেসবুক ইস্যুতে কংগ্রেসের শুনানির পর এমন ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

হোয়াইট হাউজের এই প্রেস সেক্রেটারি বলেন, প্রেসিডেন্ট বরাবরই বলে এসেছেন, টেক প্ল্যাটফর্মকে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। নীতিমালায় সংস্কার অবশ্যই দরকার। আরও স্বচ্ছতা ও আস্থার জন্য আইনে পরিবর্তন আসতে পারে।

সামাজিক মাধ্যমগু গুলোর তথ্য সংগ্রহ পদ্ধতি ও নজরদারি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করার চেষ্টাসহ কংগ্রেসের শুনানিতে উঠে আসা বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলেও জানান জেন। আর কংগ্রেসের সাথে এ বিষয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট বাইডেন।

Exit mobile version