Site icon Jamuna Television

ওজন কমাতে যা খাবেন

ওজন কমাতে যা খাবেন

প্রতীকী ছবি

সুস্থতা হোক আর ফিট থাকা হোক মেদহীন থাকাই সবার জন্য আদর্শ। কিন্তু করোনাকালে বাড়িতে থেকে অনেকের ওজন বেড়েছে। এ জন্য ওজন কমানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন কিছু খাবার বা উপাদান আছে, যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। আসুন জেনে নেই ওজন কমাতে কী খাবেন সেই সম্পর্কে-

* গ্রিন টি: মেদহীন চেহারার জন্য গ্রিন টির কদর অনেক দিন ধরেই৷ ক্যাটেচিনস উপাদানের জন্য গ্রিন টি মেটাবলিজমের হার বাড়িয়ে দেয়৷ তাছাড়া এর ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্যও গুরুত্বপূর্ণ ৷ গ্রিন টি-তে আছে নির্দিষ্ট পরিমাণ পটাশিয়াম৷ দুই ধরনের গ্রিন টি পাওয়া যায়৷ ক্যাফেইনযুক্ত ও ক্যাফেইনমুক্ত৷

* ব্ল্যাক টি: গ্রিন টির পরেই স্বাস্থ্যসচেতনদের পছন্দের তালিকায় আছে ব্ল্যাক টি বা কালো চা৷ স্নেহপদার্থযুক্ত কালো চা উচ্চ রক্তচাপ দূর করে৷

* সবজির রস: সবজির রস ফাইবারের উৎস৷ এছাড়া এতে থাকে খনিজ ও ভিটামিন৷ শরীরের হাইড্রেশন লেভেলও ঠিক থাকে ভেজিটেবল জুসে৷ মেদ ঝরানোর জন্য বিট, গাজর, টমেটোর রস পান করার কথা বলা হয়৷

* বাদাম: বাদাম জাতীয় খাবার যেকোনো ডায়েটেই গুরুত্বপূর্ণ৷ যারা ডায়েটিং করছেন, তাদের পরিমিত পরিমাণে বাদাম খেতে বলা হয়৷

* ব্লুবেরি: ব্লুবেরিতে ৮০ শতাংশ জলীয় পদার্থ৷ ক্যালরি খুব কম থাকায় এই ফলে ফাইবার, ভিটামিন ‘সি’, ভিটামিন ‘কে’ ও কার্বোহাইড্রেটসের পরিমাণ অনেক বেশি৷ কোলেস্টেরলের মাত্রা কম রাখতেও সাহায্য করে এই ফল৷ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে এই ফল কার্যকর৷ অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা বেশি থাকায় ওজন কমাতে সাহায্য করে এই ফল।

এনএনআর/

Exit mobile version