Site icon Jamuna Television

পর্তুগালের গানের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চিরকুটের সুমি

পর্তুগালের গানের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চিরকুটের সুমি

ছবি: সংগৃহীত

পর্তুগালের পোর্তোতে আগামী ২৭ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় সঙ্গীত সম্মেলন- ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের সদস্য শারমীন সুলতানা সুমি সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন।

এ উদ্দেশে আগামী ২৬ অক্টোবর সিআর সেভেনের দেশ পর্তুগালে পৌঁছাবেন সুমী। তবে তার আগে ২০ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি।

জানা যায়, এবারের কনফারেন্সে ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার অংশ নেবেন। আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেট বলা হয় এটিকে।

এনএনআর/

Exit mobile version