Site icon Jamuna Television

পিরোজপুরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১

প্রতীকী ছবি।

পিরোজপুর প্রতিনিধ:

পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে জিয়াউল হক জিকু (৪৭) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুলিশ শুক্কুর নামের একজনকে আটক করেছে। নিহত জিকু পিরোজপুরের দক্ষিণ নামাজপুর এলাকার দলিল উদ্দিন খানের ছেলে। তিনি শহরের মধ্যরাস্তা এলাকায় ভাড়া থাকতেন।

জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে শহরের জেলা পরিষদ মার্কেটের কাছে হাজী বিরানী হাউজের সামনে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে জিকুকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে পিরোজপুরের শিকারপুর এলাকার শুক্কুর নামের একজনকে আটক করে।

জিকুর স্ত্রী লিমা আক্তার জানান, জিকু তার ভাতিজা মামুনের সাথে আর্থিক লেনদেনে জড়িত ছিল। দুই দিন আগে ভাতিজা মামুনের কাছে টাকা চাইলে তার সাথে হাতাহাতি হয়। এসময় মামুন তাকে দেখিয়ে দেবার হুমকি দেয় ।

পিরোজপুর সদর থানার ওসি আ.জা. মো. মাসুদুজ্জামান জানান, মামলা প্রক্রিয়াধীন আছে। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Exit mobile version