সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট চালু করলো রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে বিমানের যাত্রী সেবার মান আরও উন্নত করার মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন অতিথিরা। বিমানকে জনপ্রিয় করার পাশাপাশি লাভজনক করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার কথাও বলেন বক্তারা। ষড়যন্ত্রকারীদের চক্রান্তে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে হচ্ছে বলেও অভিযোগ করেন রেলমন্ত্রী।

