Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মেনে যেকোনো কার্যক্রম চালানো যাবে: ঢাবি উপাচার্য

ক্যাম্পাসে জাতীয় পরিচয়পত্র পাবেন ঢাবি শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, স্বাস্থ্যবিধি সংক্রান্ত গাইডলাইন সবাই মেনে চললে যেকোনো কার্যক্রম ভালোভাবে চালানো যাবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে ঢাবির টিএসএসসি’তে শিক্ষার্থীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য করোনার ভ্যাকসিন কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে এই কার্যক্রম ভূমিকা রাখবে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিশেষ এই কার্যক্রম চালানো হবে। শিক্ষার্থীরা জানিয়েছেন, এনআইডি করার ক্ষেত্রে যে জটিলতা ছিল তা এড়িয়ে সহজেই নিবন্ধন করতে পারছেন তারা। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর এখান থেকেই শিক্ষার্থীরা এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

Exit mobile version