Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে শ্রেণিকক্ষে গুলি চালিয়ে ৪ জনকে আহত করেছে শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী গুলি চালিয়ে ৪ জনকে আহত করেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে স্থানীয় সময় দুপুরে গুলি চালানোর ঘটনাটি ঘটে। খবর ইউএসএ টুডের।

এ বিষয়ে আরলিংটনের সহকারী পুলিশ প্রধান কেভিন কলবি জানান, ঘটনার পর সিম্পকিন্স পালিয়ে গিয়েছিলেন টিমোথি জর্জ সিম্পকিনসকে নামের ওই শিক্ষার্থী। পরবর্তীতে সে আত্মসমর্পণ করেছে। এ সময় তার কাছে থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে কলবি বলেন, গুলি চালানোর বিষয়টি সহিংস হামলা নয়। নিজেদের মাঝে দ্বন্দ্বের জেরে ওই শিক্ষার্থী অস্ত্র বের করে গুলি চালিয়েছে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে বর্তামানে তিন জন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে দুজনের শরীরে গুলির আঘাত লেগেছে।

গুলি চালানোর ঘটনার পরে স্কুলটি বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থীদের যাতে অভিভাবকেরা নিয়ে যেতে পারেন, সে জন্য একটি জায়গা নির্দিষ্ট করে দেয় পুলিশ। এ ঘটনার পর স্কুলের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version