Site icon Jamuna Television

জয়পুরহাটে দুই ভুয়া ডাক্তারের জরিমানা

ভুয়া ডাক্তারের চিকিৎসালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুই ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে ভূয়া ডাক্তারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার (৬ অক্টোবর) রাতে দুই দন্ত চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করে দুই ভুয়া ডাক্তারকে বিএমডিসি এ্যাক্ট ২০১০ এর ২৮ এবং ২৯ ধারা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জরিমানা করেন। এতে বিদ্যুৎ দন্ত চিকিৎসালয় এর মোঃ সানাউল্লাহ দেওয়ানকে ৫ হাজার টাকা ও শতদল ডেন্টাল এর রাম কমল সাহাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

র‍্যাব জানায়, জেলা শহরের বিদ্যুৎ দন্ত চিকিৎসালয় ও শতদল ডেন্টালে এই অভিযান চালায় র‍্যাব-৫। অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ রিফাতুল ইসলাম, র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং সিভিল সার্জন অফিসের ডাঃ মোঃ জালাল হোসেন।

Exit mobile version