Site icon Jamuna Television

ক্লিনফিড নেই, গ্রাহকরা ক্যাবল লাইন পাল্টে ইন্টারনেট সেবা নিচ্ছে: কোয়াব

ছবি: সংগৃহীত

ক্লিনফিড বিষয়ে কোয়াবের আপত্তি নেই। তবে এই জটিলতায় গ্রাহকরা ক্যাবল লাইন বিচ্ছিন্ন করে ইন্টারনেটভিত্তিক সেবা নিচ্ছে। এতে বাংলা টেলিভিশনের গ্রাহক হারাচ্ছে টিভিগুলো। এমন মত কোয়াবের।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠকে এমন তথ্য তুলে ধরেছে ক্যাবল অপারেটরস এসোসিয়েশন-কোয়াব।

কোয়াব সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক জানান, বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বলেন, অবকাঠামোগত উন্নয়ন করে সরকারকে সময় নিয়ে ক্লিন ফিডের সিদ্ধান্ত কার্যকর করতে হবে। এটকোর সাথে রুদ্ধদার বৈঠকে এমন মতও দেয়া হয়েছে।

Exit mobile version