Site icon Jamuna Television

আমি কারও কাছে ভোট চাইনি: পাপন

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবির নবনির্বাচিত প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

বিসিবির নতুন সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন বলেন, আমি কারও কাছেই ভোট চাইনি।

সংবাদ সম্মেলনে বিসিবির নবনির্বাচিত প্রেসিডেন্ট পাপন বলেন, আমি এর আগেও বিসিবির প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু নির্বাচন এবারই প্রথম। আমি চেয়েছিলাম নিজেকে পরখ করে দেখতে। তাই কারও কাছে ভোট চাইনি।

নাজমুল হাসান পাপন বিসিবির আজকের অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন সবাই। বলেন, সকলেরই অবদান আছে বোর্ডের এই অবস্থানে। যাকে যখন যে দায়িত্ব দেয়া হয়েছে সবাই খুব ভালো কাজ করেছে। ৬ জন নতুন পরিচালক এসেছে এবার। তারাও অনেক আগে থেকেই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট এবং কাজ করছে ক্রিকেট নিয়ে। তাদের অভিজ্ঞতা ও তারুণ্য আমাদের কাজে লাগবে।

বাংলাদেশ ক্রিকেট নিয়ে কেমন আশা করে সবাই, এরকম এক প্রশ্নের জবাবে পাপন বলেন, আশার পারদ এখন অনেক উঁচু। বাংলাদেশ এখন সিরিজ জিতলে কথা ওঠে কেন টাইগাররা হোয়াইটওয়াশ করলো না! বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সাথে খেলবো আমরা। পাকিস্তান আমাদের চেয়ে ভালো। তবে তাদের হারানো সম্ভব।

/এম ই

Exit mobile version