Site icon Jamuna Television

এক যন্ত্রই করবে আটটি কাজ, মায়ের জন্য বিশেষ আবিষ্কার কিশোরীর

ছবি: সংগৃহীত।

রান্নাঘরে মায়ের অনেকটা সময় খরচ হয়, সেই সাথে পরিশ্রম তো বটেই। স্কুল বা পড়াশোনার জন্য সবসময় সাহায্য করে ওঠাও যায় না। তাই মায়ের কষ্ট কমাতে ভারতের মধ্যপ্রদেশের কিশোরী নবশ্রী ঠাকুর তৈরি করেছেন এক বিশেষ যন্ত্র। খবর আনন্দবাজার।

স্কুলের এক শিক্ষকের সাহায্যে নবশ্রীর আবিষ্কৃত এই মেশিনে একই সাথে রান্নাঘরের আটটি কাজ করা যাবে। এর মধ্যে আছে রুটি বেলা, ফলের রস তৈরি, মশলা গুঁড়া করা এমনকি তরকারি কাটার মতো কাজও।

নবশ্রীর এই মেশিন নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে গোটা ভারত জুড়ে। এই কিশোরী জানান, সেগুন কাঠের মেশিনটি তৈরিতে খরচ হয়েছে ৩ হাজার রুপি। তবে তাকে সাহায্য করেছে ‘ন্যাশনাল ইনোভেশ ফাউন্ডেশন’। পাশাপাশি নবশ্রীকে ‘ইনস্পায়ার’ পুরস্কারও দেওয়া হয়েছে সরকারি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

Exit mobile version