Site icon Jamuna Television

কাশ্মীরে দুই স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত।

কাশ্মীরে এবার দুই স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করলো বিচ্ছিন্নতাবাদীরা। বিতর্কিত এ অঞ্চলটিতে হঠাৎ করেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে বলে জানায় পুলিশ। কর্তৃপক্ষ এ হামলার জন্য ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াইরত বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের পাশেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় হিন্দুস্থান টাইমস।

পুলিশ জানায়, হামলাকারীরা শ্রীনগরের ঈদগাহ এলাকার সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একজন নারী শিক্ষক ও তার পুরুষ সহকর্মীকে লক্ষ্য করে গুলি করে। এতে দুজনই ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর পালিয়ে যায় হামলাকারীরা।

পরে সরকারি বাহিনী এলাকাটিকে ঘিরে রাখে। হামলাকারীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ। নিহতরা হিন্দু ও শিখ সংখ্যালঘুর সদস্য।

গত ছয় দিনের মধ্যে বিতর্কিত এ অঞ্চলটিতে এটি সপ্তম হত্যাকাণ্ডের ঘটনা।

Exit mobile version