Site icon Jamuna Television

মমতার গানের অ্যালবাম প্রকাশ, বাংলা গানকে আরও ফাটাফাটি করার ভাবনা নেত্রীর

বারবার নানাভাবে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও এঁকেছেন ছবি। আবারও কখনও লিখেছেন গান। দিয়েছেন সুর। এবার পূজার অ্যালবামে গাইলেন গানও।

মহালয়ার দিনই নজরুল মঞ্চে নিজের গাওয়া গানের অ্যালবাম প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা মেলান বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। মমতা বাজালেন সিন্থেসাইজারও।

গানের কথায় তাই বারবার এসেছে সেই নারী শক্তির কথা। পশ্চিম বাংলার মা বোনেদের আর্থিক ভাবে কিছুটা স্বাবলম্বী করার জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা তিনি করেছেন, গানের কথায় তুলে ধরা হয়েছে সে বিষয়টিও, এমনটাই জানা গিয়েছে। অ্যালবামে মোট আটটি গানের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একটি গান গেয়েছেন।

বাংলা গানের স্বর্ণযুগ ফিরিয়ে আনার উদ্যোগও নিচ্ছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, আমরা হিন্দি গান ভালোবাসি। তবে স্বর্ণযুগের বাংলা গানগুলি এখনও মনে রেখেছি। বাবুল এই যে প্রতুলদার গান গেয়ে গেল। এমন অনেক ভালো গান হৃদয়কে দোলা দেয়। কিন্তু আমরা ধরে রাখতে পারি না। এখন মাঝে মাঝে রিয়েলিটি শোয়ে কয়েকটা ছেলে-মেয়েকে পুরনো গান গাওয়ানো হয়। দেখতে ভালো লাগে। দিওয়ালিটা হয়ে যাক। আমরা বসব। বাংলা গানটা কীভাবে আরও ফাটাফাটি করা যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা করব। বাংলার গান, নাটক, সংস্কৃতি, বাংলার শিক্ষা, সভ্যতা সব কিছু ভালো।

তিনি ছাড়া গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, দেবজ্যোতি মিশ্র ও তৃষা।

Exit mobile version