Site icon Jamuna Television

কানাডায় টিকা না নিলে পাঠানো হবে বেতন ছাড়া ছুটিতে

ছবি: সংগৃহীত।

নাগরিকদের টিকা গ্রহণের ব্যাপারে কড়াকড়ি অবস্থানে কানাডা সরকার। টিকা গ্রহণ না করলে সরকারি চাকরিজীবীদের পাঠানো হবে বেতন ছাড়া ছুটিতে। এছাড়া যারা টিকা গ্রহণ করবে না, তাদেরকে নৌ, রেল ও আকাশপথে ভ্রমণ করতে দেয়া হবে না।

বুধবার (৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ট্রুডো বলেন, বিশ্বে সরকারি চাকরিজীবীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে এসব পদক্ষেপ অন্যতম। যদি আপনারা টিকা নেন, নিয়ম মানেন, তাহলে করোনা থেকে সুরক্ষা থাকার স্বাধীনতা আপনার প্রাপ্য।

কানাডার রাজস্ব বোর্ডের তথ্যমতে, দেশটির ফেডারেল কর্মী তিন লাখ। আর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন আরও প্রায় সাড়ে ৯ লাখ কর্মী রয়েছেন। যা মোট জনসংখ্যার ৮ শতাংশ।

Exit mobile version