Site icon Jamuna Television

আসছে এক্সট্র্যাকশন ২!

এক্সট্র্যাকশন সিনেমার একটি দৃশ্যে ক্রিস হেমসওয়র্থ।

গত বছরের এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এক্সট্র্যাকশন সিনেমাটি বাংলাদেশিদের দর্শকদের মাঝে সৃষ্টি করে ব্যাপক আলোচনার। ঢাকার প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ক্রিস হেমসওয়র্থ। সম্প্রতি সিনেমাটির প্রযোজক জো রুশো তার ইন্সটাগ্রামে জানিয়েছেন, আসছে এক্সট্র্যাকশন ২। ইতোমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং। 

জো রুশো বলেন, আমার ধারণা ১ম পর্বকে ছাড়িয়ে যাবে ২য় পর্বটি। এবার আগেরবারের চেয়েও বড় পরিসরে শুটিং হচ্ছে সিনেমাটির। তবে শ্যুটিং কবে নাগাদ শেষ হবে সে সম্পর্কে কিছুই বলেননি জো।

আর এক্সট্র্যাকশনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ক্রিস হেমসওয়র্থ তার ইন্সটাগ্রামে লিখেছেন, ‌এক্সট্র্যাকশনের স্টান্ট টিমের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর সিক্যুয়েলটা খুব দ্রুত শ্যুট করতে যাচ্ছি আমরা। বিশ্বাস করুন বা না করুন এক্সট্র্যাকশনের ২য় পর্ব আরও বড় ও দুর্ধর্ষ হবে।

১ম পর্বের মত এক্সট্র্যাকশন ২ পরিচালনা করছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে অপরিবর্তিত থাকবেন ক্রিস হেমসওয়র্থ। তবে এক্সট্র্যাকশনের ২য় পর্বে বাংলাদেশের গল্প কিংবা কোনও শিল্পী থাকছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

/এসএইচ

Exit mobile version