Site icon Jamuna Television

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে যথারীতি এই ড্রোনটিও ভূপাতিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। কিন্তু এ ঘটনায় বিমানবন্দরের চারজন কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ বিমানবন্দরের কাঁচের ওপর পড়লে কিছু কাঁচ ভেঙে যায়। এ ঘটনায় বিমানবন্দরের চারজন কর্মী আহত হয়েছেন। জোটের ওই বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের উত্তরপশ্চিমে সাদা গভর্নেটে পাল্টা হামলা চালিয়ে ড্রোন লঞ্চ সাইট ধ্বংস করেছে সামরিক জোট।

কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। সৌদি সামরিক জোটের দাবি, ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে আবহা বিমানবন্দর এবং পার্শ্ববর্তী খামিস মুশায়ত শহরে ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে হুথিরা। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলা শুরু করার পর থেকেই এভাবেই পাল্টা জবাব দিচ্ছে হুথিরা।

Exit mobile version