Site icon Jamuna Television

মাঠেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব চাহারের (ভিডিও)

আইপিএলের ৫৩তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে দিনটি একেবারেই ভাল যায়নি দীপক চাহারের। চার ওভার বল করে ওভারপ্রতি গড়ে ১২ রান করে দিয়ে মাত্র ১ টি উইকেট নেন এ পেসার। তার দল চেন্নাইও হেরেছে ৬ উইকেটের বিশাল ব্যবধানে। ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠের সব আলো কেড়ে নেন লোকেশ রাহুল। কিন্তু মাঠের বাইরে দিনের সব আলো কেড়ে নিয়েছেন চাহার।

গ্যালারিতে বসেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন তিনি। চাহারের বান্ধবীও সময় না নিয়ে সায় দিয়ে দেন এ সিদ্ধান্তে। এদিকে চাহারের এমন কান্ড মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চেন্নাইয়ের জার্সি পরেই সরাসরি গ্যালারিতে চলে যান চাহার। সেখানেই বসা ছিলেন তার বান্ধবী। চাহার আংটি দিয়ে প্রস্তাব দেয়ার সাথে সাথেই তা হাসিমুখে বরণ করে নেন তার বান্ধবী। এসময় করতালি দিয়ে তাদের বরণ করে নেন গ্যালারিতে উপস্থিত থাকা দর্শকরা।

Exit mobile version