Site icon Jamuna Television

চীনকে মোকাবেলায় নতুন মিশন আরম্ভের ঘোষণা দিলো সিআইএ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্টের সেন্ট্রাল ইন্টেলিজেন্স অ্যাজেন্সি ঘোষণা দিয়েছে যে, চীনকে মোকাবেলা করতে তারা নতুন মিশনে মনযোগী হচ্ছে। চীনকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে দেশটির শীর্ষ এ গোয়েন্দা সংস্থা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সিআইএ’র ডিরেক্টর উইলিয়াম বার্নস বলেন, আমাদের সকল প্রস্ততি চীনের সরকারের বিরুদ্ধে। চীনের সাধারণ মানুষদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব্য নেই। বিশ্বব্যাপী আমাদের স্পাইং নেটওয়ার্কে তারা যাতে আর কোনো বাঁধা সৃষ্টি করতে আর না পারে সেজন্যই আমাদের এ নতুন মিশন শুরু হচ্ছে।

বার্নস বলেন, যেকোনো ভূ-রাজনৈতিক হুমকিকে মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের দিকে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি।

/এসএইচ

Exit mobile version