Site icon Jamuna Television

শাহরুখপুত্রের জামিনের সিদ্ধান্ত কাল

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ‘ড্রাগস-অন-ক্রুজ’ মামলায় শাহরুখপুত্র আরিয়ানকে ম্যাজিস্ট্রেট আদালত জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছে, এ কথা এখন পুরনো। তবে নতুন তথ্য হলো, তার জামিন আবেদনের বিষয়ে শুনানি হবে কাল (৮ সেপ্টেম্বর), বেলা ১১টার সময়। ভারতের এনডিটিভি এমন তথ্য জানিয়েছে।

আরিয়ানকে মাদক সরবরাহকারীকে ক্রুজ থেকে আটক করা হয়। শাহরুখপুত্রের জামিনের বিষয়ে আপত্তি তুলে এই তথ্য জানায় অ্যান্টি ড্রাগস এজেন্সি।

গত সোমবার (৪ অক্টোবর) আটক হওয়ার পর থেকে আদালতের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতেই আছেন আরিয়ান।

এই বিষয়ে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ। এটা অভিযুক্ত এবং তদন্তকারী উভয়ের জন্যই ফলদায়ক, আরিয়ান এবং আরও সাতজনের হেফাজতের মেয়াদ বাড়ানোর সময় এমন মন্তব্য করেন বিচারক।

Exit mobile version