Site icon Jamuna Television

খাঁচা থেকে পালিয়েছে চিতা, আতঙ্কে এলাকাবাসী

ঝাড়্গ্রামের একটি মিনি চিড়িয়াখানা থেকে পালিয়েছে একটি চিতা।

ভারতের ঝাড়গ্রামের একটি মিনি জু থেকে পালিয়েছে একটি চিতাবাঘ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভারতের ঝাড়গ্রামের একটি মিনি জু থেকে পালিয়েছে একটি চিতাবাঘ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই চিতাবাঘটিকে। ফলে শহরজুড়ে তৈরি হয়েছে বাঘের আতঙ্ক।

ঝাড়্গ্রামের বন অধিদফতর ও পুলিশের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সন্ধ্যার অন্ধকারেই বাঘটিকে খুঁজছেন উদ্ধারকর্মীরা। চিতাবাঘ নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার সাথ সাথেই ঝাড়গ্রাম আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। মাইকের মাধ্যমে ঝাড়গ্রাম শহরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বাসায় থাকার নির্দেশ দিয়েছে ঝাড়্গ্রামের প্রশাসন। 

মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, ‘ডিয়ার পার্কের খাঁচা থেকে একটি চিতাবাঘ পালিয়ে গিয়েছে, সবাই সর্তক এবং সাবধানে থাকুন। যদি কোনও জন্তু দেখতে পান তাহলে ঝাড়গ্রাম থানায় বা বন দফতরে দ্রুত খবর দিন। সতর্কবার্তা জারি করা হয়েছে ঝাড়গ্রাম সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়াতেও।

রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বলেন, ‘ঝাড়গ্রাম ‘মিনি জু’র বাসিন্দা দু’টি চিতাবাঘের মধ্যে একটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ খাঁচা থেকে পালিয়ে যায়। ওই খাঁচায় কিছু মেরামতের কাজ করা হচ্ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেরামতিতে ত্রুটির কারণেই সুযোগ পেয়ে চিতাবাঘটি পালিয়েছে।

/এসএইচ

Exit mobile version