Site icon Jamuna Television

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই কম্পন অনুভূত হয়।

২০১১ সালের পর এটিই সবচেয়ে বড় কম্পন। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২২ জন।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিওর পূর্বাঞ্চলীয় এলাকা চিবা প্রিফেকচার। এটির গভীরতা ছিল ৮০ কিলোমিটার।

ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। সতর্কতার অংশ হিসেবে বুলেট এবং লোকাল ট্রেন সার্ভিস বন্ধ করে দেয়া হয়। ভূমিকম্পে টোকিওর ভেতর এবং আশেপাশে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

এনএনআর/

Exit mobile version