ইরানকে পরমাণু চুক্তিতে ফেরার জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, তেহরান চাইলে ভিয়েনায় সরাসরি বা পরোক্ষ ভাবে হতে পারে আলোচনা। এ জন্য আন্তরিক আছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, আমরা পরিষ্কার ভাবে বলছি ভিয়েনাতে পরোক্ষভাবে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। যদিও সরাসরি আলোচনায় বসতে পারলে প্রক্রিয়াটি আরও বেশি কার্যকর হবে। আমরা জানি তেহরান তা করতে রাজি হবে না।
এনএনআর/

