Site icon Jamuna Television

পরাজয়ের শঙ্কা থেকে ব্রাজিলের বড় জয়

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে আসরে টানা নবম জয় তুলে নিয়েছে ব্রাজিল।

পরাজয় চোখ রাঙানি দিচ্ছিল ব্রাজিলকে। তবে আক্রমণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত টানা নবম জয়ের স্বাদ পায় সেলেসাওরা।

ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় ভেনেজুয়েলা। দারুণ হেডে স্কোরশিটে নাম তোলেন এরিক রামিরেজ। এরপর প্রথমার্ধের বাকি সময়ে ব্রাজিলকে সমতায় ফিরতে দেয়নি স্বাগতিক শিবির। নেইমারবিহীন ব্রাজিলকেও হয়তো কিছুটা হলেও ছুঁয়ে গেছে জয়ের ধারা ব্যাহত হবার শঙ্কা।

বিরতির পর ব্রাজিলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন মারকুইনোস। ৭১ মিনিটে নিখুঁত হেডে নিশানাভেদ করেন তিনি। আর ৮৫ মিনিটে গ্যাব্রিয়েল বারবোসার স্পটকিক গোলে অবশেষে লিড নেয় সেলেসাওরা।

ম্যাচের ইনজুরি টাইমে ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যান্তোনি। ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের। আর তাতে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো তিতের শিষ্যরা।

এম ই/

Exit mobile version