Site icon Jamuna Television

নোবেল শান্তি পুরস্কার ঘোষিত হবে আজ

ছবি: সংগৃহীত

৬টি বিভাগে নোবেল দেয়া হলেও বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে শান্তি পুরস্কার। আজ শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর তিনটা নাগাদ ঘোষিত হবে বিজয়ীর নাম।

এবার মনোনয়ন পেয়েছেন ২৩৪ ব্যক্তি এবং ৯৫ প্রতিষ্ঠান। তবে কমিটির নিয়ম মেনে গোপন রাখা হয়েছে এসব নাম। করোনা মহামারির লাগাম টানতে সম্মুখসারির বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে আলোচনার তুঙ্গে। বিশ্বজুড়ে পরিচালিত টিকাদান প্রকল্প কোভ্যাক্স সফলভাবে পরিচালনা করায় সংস্থাটির নোবেল জয়ের সম্ভাবনা বেশি।

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতায় কাজ করা সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ এবং হংকং ভিত্তিক বার্তা সংস্থা এইচকেএফপি নিয়েও চলছে জোর আলোচনা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, তরুণ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নামও রয়েছে চর্চায়।

আজ নাম ঘোষিত হলেও ডিসেম্বরে বিজয়ীর হাতে তুলে দেয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ। তবে মহামারির কারণে এবার বিজয়ীরা নিজ-নিজ দেশে বসেই পুরস্কার গ্রহণ করবেন।

এম ই/

Exit mobile version