Site icon Jamuna Television

তালেবান কমান্ডারের বিরুদ্ধে মার্কিন সেনা হত্যার অভিযোগ দায়ের

ছবি: সংগৃহীত

তালেবান কমান্ডার হাজি নাজিবুল্লাহর বিরুদ্ধে ৩ মার্কিন সেনা এবং আফগান দোভাষীকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলো যুক্তরাষ্ট্র।

তার বিরুদ্ধে আফগানিস্তানে ২০০৮ সালে মার্কিন বহরে হামলার অভিযোগ আনে ম্যানহাটানের অ্যাটর্নি কার্যালয়। চার্জশিটে নাজিবুল্লাহর নামে পৃথক ১৩টি অভিযোগ দায়ের করা হয়। এগুলো প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন তিনি। কৌঁসুলিরা জানান, মার্কিন বহরে ওই হামলার সময় ওয়ারদাক প্রদেশের কমান্ডার ছিলেন নাজিবুল্লাহ।

৪৫ বছরের এই তালেবান কমান্ডার অপহরণের দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি। গত বছর নভেম্বরে ইউক্রেনে গ্রেফতার হন নাজিবুল্লাহ। পরে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।

টুইন টাওয়ার হামলাকে কেন্দ্র করে ২০০১ সালে তৎকালীন তালেবান সরকারকে উৎখাতে অভিযান চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। সরকার উৎখাতে সফল হলেও তালেবানরা মার্কিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। দুই পক্ষ ছাড়াও হতাহত হয় অনেক নিরস্ত্র মানুষ। প্রায় দুই দশক পর আমেরিকা তাদের সৈন্য প্রত্যাহারের সাথে সাথেই আবারও আফগানিস্তানের দখল নেয় তালেবান।

Exit mobile version