Site icon Jamuna Television

আরিয়ান জেলে, সব ভুলে মায়ের জন্মদিনে যে বার্তা দিলেন সুহানা

ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (৮ অক্টোবর) শাহরুখপত্নী গৌরী খানের জন্মদিন। তবে এই শুভ দিনে মাদক মামলায় জেলেই আছে ছেলে আরিয়ান, জামিন হয়নি তার। এ অবস্থায় গৌরী খানের জন্মদিন পালনের কোনও পরিকল্পনা যে থাকবে না, সেটিই স্বাভাবিক। তবে মায়ের জন্য ইন্টাগ্রামে বার্তা পাঠিয়েছেন মেয়ে সুহানা খান।

সুহানার ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখ ও গৌরীর পুরনো একটি ছবি শেয়ার দিয়ে সুহানা লিখেছেন ‘শুভ জন্মদিন মা’। শুধু এতটুকুই। সেখানে ভাই আরিয়ানের গ্রেফতার নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখাননি তিনি। এমনটি এ নিয়ে কমেন্ট বক্সে যাতে কেউ যা ইচ্ছা তাই মন্তব্য করতে না পারে, সে জন্য মন্তব্য ঘরও বন্ধ রেখেছেন সুহানা।

এদিকে, জন্মদিনের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে আরিয়ানের সাথে এনসিবি দফতরে দেখা করতে যান গৌরী। সাথে ছিলেন কিং খানের ব্যবস্থাপক পূজা দদলানিও। তবে তাদের কী কথা হয়েছে তা জানা না গেলেও সেখান থেকে বেরিয়ে ক্যামেরার সামনে পূজাকে অঝোরে কাঁদতে দেখা গেছে।

Exit mobile version