Site icon Jamuna Television

সস্তায় পুরনো এটিএম মেশিন কিনে ভেতরে মিললো লক্ষাধিক টাকা!

ছবি: সংগৃহীত।

সস্তায় একটি এটিএম মেশিন কেনেন তিন বন্ধু। বিক্রেতার সাথে চুক্তি ছিল, যদি ভেতরে কিছু থেকে থাকে তবে তা পাবেন ওই ক্রেতা তিন বন্ধুই। তাদের ধারণা ছিল, পরিত্যক্ত মেশিনটির মধ্যে সামান্য কিছু ডলার হয়তো থাকবে। তবে মেশিনটি খুলেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওই তিনজনের। খবর ইন্ডিয়া টাইমসের।

এ নিয়ে একটি টিকটক ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে হাতুড়ি নিয়ে একটি এটিএম মেশিন খোলার চেষ্টা করছেন তিনজন বন্ধু। এক পর্যায়ে তা খুলে ফেললে এর ভেতর থেকে বের হয় ২ হাজার ডলার। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ১ লাখ ৭১ হাজার টাকারও বেশি।

এর আগে মাত্র ৩০০ ডলার (২৫ হাজার টাকা) দিয়ে ওই এটিএম মেশিনটি কিনেছিল তারা। এর বদলে এখন এর ভেতর থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হলো। তবে টিকটকে প্রকাশিত ভিডিওটির স্থান-কাল সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

Exit mobile version