ছবি: সংগৃহীত
ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড কিনে নিয়েছে সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম। যার প্রধান সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর এর মাধ্যমেই ইংল্যান্ডের সবচেয়ে ধনী ক্লাবে পরিণত হয়েছে গ্যাসকোয়েন, অ্যালান শিয়ারারদের স্বর্ণযুগকে অনেক আগেই পেছনে ফেলে আসা নিউক্যাসল।
এ জন্য সৌদি কনসোর্টিয়ামকে খরচ করতে হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। এই কনসোর্টিয়ামের অধীনে রয়েছে পিআইএফ, পিসিপি ক্যাপিটাল পার্টনার্স ও আরবি স্পোর্টস মিডিয়া। ক্লাবটির মালিকানা বদল করেন ব্রিটিশ ধনকুবের মাইক অ্যাশলি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইপিএল কতৃপক্ষ।

মালিকানা বদলের খবরে আনন্দ মিছিল করেছেন চলতি লিগে অবনমন অঞ্চলে থাকা ক্লাবটির সমর্থকরা। তাদের প্রত্যাশা সৌদি যুবরাজের অধীনে ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির মতো তারকাবহুল দলে পরিণত হবে নিউক্যাসল। আবার ক্লাবের স্বকীয়তা হারিয়ে ফেলার শঙ্কাতেও কাটছে অনেক নিউক্যাসল সমর্থকের সময়। কারণ, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডও যখন নিউক্যাসলের মাঠে যায়, খেলার ফলাফল যাই হোক, সমর্থকেরা বুঝিয়ে দেয়ার চেষ্টা করে যে ইংল্যান্ডের প্রধান ‘ইউনাইটেড’ তারাই।
এম ই/
Leave a reply