Site icon Jamuna Television

শাড়িতে ঢাকতে হবে বক্ষদেশ, জিন্স প্যান্টও বাদ, মন্দিরের জন্য নতুন ‘ড্রেসকোড’ ভারতের

ছবি: সংগৃহীত।

আফগান নারীদের জন্য কেনও বোরকা বাধ্যতামূলক হবে তা নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো সরব ভারতও। দেশটিতে স্কুলের পোশাক হিসেবে নারীদের জন্য কেনও বরাদ্দ শুধু বোরখা, তা নিয়েও প্রশ্ন এসেছে বারবার। তবে এবারে সেই ভারতেরই একটি রাজ্য সরকার ধর্মীয় উপাসনালয় মন্দিরে প্রবেশের জন্য পোশাক নির্ধারণ করে দিয়েছে। এক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর পোশাক নিয়েই ঘোষণা এলো আগে। খবর দ্য হিন্দু বিজনেস লাইনের।

মূলত কর্নাটকের মন্দিরের জন্য এই পোশাক নির্ধারণের কাজ চলছে। এরই মধ্যে রাজ্যটির একজন প্রথম সারির পুরোহিত জানিয়ে দিয়েছেন, মন্দিরে আসার জন্য অবশ্যই ‘হিন্দুপোশাক’ পরতে হবে। সেক্ষেত্রে নারীরা শাড়ি পরতে পারেন। তবে তাতে বক্ষদেশ ভালোভাবে ঢাকা থকেতে হবে। পাশাপাশি মন্দিরে জিন্স প্যান্ট পরে আসার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে ওই পুরোহিতকে পুরুষের পোশাক নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, সেটি এখনও নির্ধারিত হয়নি। এনিয়ে আলোচনা চলছে। তবে এনিয়ে শিগগিরই একটি সরকারি নির্দেশ জারি করা হবে।

মূলত, এই পদক্ষেপের পেছনে আছে কর্নাটক স্টেট ধার্মিক পরিষদ। তাদের দাবি, মন্দিরে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বিষয়টি বাধ্যতামূলক করতে তাই দক্ষিণ কন্নড়ের প্রতিটি মন্দিরে ব্যানার ঝোলানোর নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্দিরের দেওয়ালে এ নিয়ে পোস্টার লাগানোর কাজও শুরু হয়েছে।

তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। নেট ম্যধ্যমে এখন সরবও তারা। অনেকে বলছেন, মনে হচ্ছে ২০০ বছর আগের ভারতে বাস করছি। তবে সরকারি নির্দেশ যে জারি হতে আর বেশি সময় নেই তা স্পষ্ট।

Exit mobile version