Site icon Jamuna Television

ভারতে হর্নের বদলে গাড়িতে বসবে বাদ্যযন্ত্রের সুর!

ছবি: সংগৃহীত।

নগর জীবনে বর্তমানে সবচেয়ে বড় বিপত্তি হলো গাড়ির হর্ন। শব্দ দূষণের অন্যতম কারণও এটি। তাই এবার গাড়ি থেকে প্রচলিত হর্নের অপশনই পাল্টে ফেলতে চাইছেন ভারতের পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি। হর্ন বাজালেই যেন কোনও মধুর সুর বেজে ওঠে এবারে নেমেছেন সেই চেষ্টায়।

সম্প্রতি এ বিষয়ে সাংবাদিকদের নীতিন বলেন, হর্নে সংগীতের সুর বাজানোর বিষয়ে আমরা কাজ করছি। শিগগিরই হয়তো এ নিয়ে একটি আইন জারি হবে। হর্নের একঘেয়ে এবয কর্কশ শব্দের বদলে বাঁশির সুর, তবলা, ভায়োলিন, মাউথ অর্গান কিংবা হারমোনিয়ামের সুর বাজানো যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

শুধু সাধারণ গাড়ি নয়। অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ির হর্নের শব্দও নরম ও মধুর করতে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

আসলে গাড়ির হর্নের প্রভাব জনস্বাস্থ্যে খুব খারাপভাবে পড়ে। এর ফলে রক্তচাপ বৃদ্ধি ও হৃদরোগের সমস্যাও তৈরি হয়। অনেক সময় হর্নের কারণে মানসিক চাপ বৃদ্ধির পাশাপাশি মেজাজও খিটখেটে হয়ে যায়। তাই ভারতের এই উদ্যোগের প্রশংসা করছেন পরিবেশবিদরা।

Exit mobile version