Site icon Jamuna Television

সীমান্তে মাদক নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর চুক্তিস্বাক্ষর

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য এখন মেক্সিকো সিটি সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানেই ড্রাগ কার্টেল সংক্রান্ত ভায়োলেন্স কমাতে নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

শুক্রবার (৮ অক্টোবর) ১৩ বছর আগে স্বাক্ষরিত ‘মেরিডা ইনিশিয়েটিভ’ পুনঃনবায়ন ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্য একদিনের সফরে মেক্সিকো সিটি পৌঁছেছেন ব্লিংকেন। মেরিডা ইনিশিয়েটিভ অনুযায়ী গত একযুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র মেক্সিকোকে ড্রাগ কার্টেল সংক্রান্ত সংঘর্ষ ও প্রাণহানী কমাতে প্রশিক্ষণ, অস্ত্র সরবারাহসহ সব ধরণের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, আমরা বিশ্বাস করি যে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদের মধ্যে হওয়া নিরাপত্তা চুক্তিগুলো পুনঃনবায়ন হওয়া উচিত। মেরিডা ইনিশিয়েটিভের সুফল আমরা ইতোমধ্যেই পেতে শুরু করেছি, তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিতে এ চুক্তির আধুনিকায়ন জরুরি হয়ে উঠেছে।

উল্লেখ্য, মেরিডা চুক্তি অনুযায়ী ২০০৮ সাল থেকে এ পর্যন্ত মেক্সিকোকে ৩ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মেক্সিকো চায় মেরিডা চুক্তি পুনঃনবায়ন না করে নতুন শর্তের ভিত্তিতে নতুন চুক্তি স্বাক্ষর করতে।

/এসএইচ

Exit mobile version