Site icon Jamuna Television

আজ হলে বসে ছবি দেখবেন পরীমণি

পরিচালক রাশেদ পলাশ ও চয়নিকা চৌধুরীর সাথে পরীমণি।

রাশেদ পলাশের পদ্মাপুরান সিনেমাটি মুক্তি পেয়েছে আজ। পদ্মপুরানের মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় পরিচালক রাশেদ পলাশকে শুভকামনা জানিয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। দর্শকদের পাশাপাশী নিজেও প্রেক্ষাগৃহে গিয়েই সিনেমাটি দেখবেন বলে জানিয়েছেন পরীমণি। বলেছেন, দর্শক সারিতে বসে পদ্মপুরানের প্রথম শো দেখবো।

শুভেচ্ছা বার্তায় পরীমণি বলেন, রাশেদ পলাশের প্রীতিলতা ছবিতে আমি কাজ করছি। প্রীতিলতা আমাদের প্রায় দুই বছরের পরিশ্রমের ফসল। এ সময়ই আমি পলাশের থেকে শুনেছি যে পদ্মাপুরান সিনেমার জন্য শিল্পী ও কলাকুশলীদের কত বড় রকমের ত্যাগ আছে। সে কথা বিবেচনা করে আমাদের সবারই দায়িত্ব ছবিটির পাশে দাঁড়ানো।

পরীমণি আরও বলেন, শুনেছি এই ছবির প্রধান নারী চরিত্রটি যিনি করেছেন তিনি চরিত্রের প্রয়োজনে তার মাথার চুল কেটে ফেলেছেন। একজন বাঙালি নারী সিনেমার প্রয়োজনে চুলের মত আবেগের জিনিস ত্যাগ করেছেন, এটি কিন্তু কম কথা নয়। রোমাঞ্চিত পরীমনি বলেন, এ সিনেমাটি দেখার আগ্রহ অনেক আগে থেকেই। অনেক দিন পর হলে গিয়ে দর্শকসারিতে বসে সিনেমা দেখব, আনন্দ লাগছে।

/এসএইচ

Exit mobile version