Site icon Jamuna Television

আরিয়ান তুমি কোনো ভুল করোনি, বললেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন গ্রেফতার হওয়ার পর শাহরুখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সালমান খান, হৃতিক রোশন, পূজা ভাটসহ বলিউডের অনেকেই। সেই তালিকায় এবার নাম লেখালেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। ইনস্টাগ্রামে আরিয়ানের সমর্থনে একটি দীর্ঘ পোস্ট লিখেন সোমি। বললেন, আরিয়ান তুমি কোনো ভুল করোনি, সুবিচার হবে।

সোমি প্রশ্ন তুলেছেন, কম বয়সীরা কি মাদক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে না? তিনি লিখেছেন, দেহ ব্যবসার মতোই মাদক সেবনও সমাজের একটা অংশ হয়ে থাকবে। তাই এই দু’টিকে যেন আর বেআইনি না বলা হয়।

সোমি মনে করেন, আরিয়ান ভাল-মন্দ না বুঝেই এই কাজ করে ফেলেছেন। আরিয়ানের সমর্থনে লিখতে গিয়ে সোমি ফিরে গিয়েছেন অতীতে। লিখেছেন, যখন আমার ১৫ বছর বয়স, তখন গাঁজা খেয়েছিলাম। পরে আবার দিব্যা ভারতীর সঙ্গেও ‘আন্দোলন’ ছবির কাজের সময় গাঁজা খেয়েছি। এই নিয়ে আমার কোনও আফসোস নেই।

এখানেই থামেননি সোমি। দীর্ঘ পোস্টে দেশের আইন ব্যবস্থার উপর ক্ষোভ ঝেড়েছেন। ‘ধর্ষক এবং খুনিদের কেন এভাবে পাকড়াও করা হচ্ছে না তাও জানতে চান এই অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Exit mobile version