Site icon Jamuna Television

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স’র দ্বিতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)-এর ২য় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার শফিকুল ইসলাম।

সাধারণ সম্পাদক জিএম আকতার হুসাইনের সঞ্চালনায় এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বক্তব্য দেন। বক্তারা ডুফা সদস্যদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সেগুলো বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

বক্তারা করোনাকালে সদস্যদের মধ্যে করোনা সামগ্রী বিতরণ, প্রয়াত সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোয় ডুফার বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫-৯৬ বর্ষের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডুফা ইতোমধ্যে বৈচিত্র্যময় কর্মসূচির মাধ্যমে অন্য উচ্চতায় আসীন হয়েছে। করোনা মহামারির মধ্যে সদস্যদের অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশুদের আকর্ষণীয় কিডস ডে এ কমিটির কার্যক্রমকে আলাদা বৈশিষ্ট্য দান করেছে। এছাড়া অনলাইনে শিশুদের আরবি শিক্ষা, কম্পিউটার কোডিং বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে ডুফা।

Exit mobile version