Site icon Jamuna Television

প্যান্ডোরা পেপার্সে এবার ধরা খেলেন শাকিরা

বিশ্বখ্যাত গায়িকা শাকিরা।

ফাঁস হওয়া আর্থিক নথি প্যান্ডোরা পেপার্সে বহু সেলিব্রেটির নাম এসেছে। রাজনীতি, ক্রীড়া, অভিনয় জগতের অনেক বড় বড় তারকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার তথ্য এসেছে এ নথিতে; যা নিয়ে হইচই পড়ে গেছে।

এবার সেই তালিকায় নাম এসেছে গায়িকা শাকিরার। প্যান্ডোরার ভয়ংকর বাক্স খুলে বেরিয়ে পড়েছে তার নামও। কর ফাঁকি দেয়ার অব্যর্থ কায়দা অফশোর কোম্পানি খোলার পথে হেঁটেছেন তিনিও। শাকিরাকে বিচারের সম্মুখীন হতে হয়েছে বেশ কিছু দিন আগেই। 

ব্লুমবারগের প্রতিবেদনে জানা যায় , বিশ্বজুড়ে সংগীত ব্যবসা চালাতে ২০১৯ সাল থেকে তিনটি অফশোর কোম্পানি গঠন করেছিলেন তিনি।  এ নিয়ে ২০১৮ সালেই কর ফাঁকির অভিযোগে স্পেনে তদন্ত হয়। স্পেনের এক আদালত বলে, শাকিরা ২০১২-১৪ সময়ের মধ্যে ১ কোটি ৬৪ লাখ ডলার কর দিতে ব্যর্থ হয়েছেন।

Exit mobile version