Site icon Jamuna Television

ডিভোর্সের পর এবার গর্ভপাত নিয়ে মুখ খুললেন সামান্থা

সামান্থা রুথ প্রভু, ছবি সংগৃহীত।

গত সপ্তাহেই এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ভারতের দুই দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। বিচ্ছেদ ঘোষণার পর এই প্রথমবারের মতো এ নিয়ে মুখ খুললেন তিনি।

বিবাহ বহির্ভূত সম্পর্ক, কখনো সন্তান না নিতে চাওয়া আর গর্ভপাতের বিষয়গুলো নিয়ে খোলামেলা জবাব দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

শুক্রবার (৮ অক্টোবর) নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রামে একটি স্টোরির বিবৃতিতে সামান্থা জানান, মূলত তার ওপর ব্যক্তিগত আক্রমণের উদ্দেশে এসব অপপ্রচার চালানো হয়েছে। এতে তিনি ভেঙে পড়বেন না। 

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বলেন, আমার ব্যক্তিগত সংকটে আপনাদের সহমর্মিতা আমাকে অভিভূত করেছে। আমার প্রতি গভীর সহানুভূতি ও উদ্বেগের জন্য এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার আর গালগল্পের জবাব দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তাদের দাবি আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আমি কখনও সন্তান নিতে চাইনি, আমি একজন সুবিধাবাদী এবং আমি সম্প্রতি গর্ভপাত করেছি। 

তিনি আরও বলেন, ডিভোর্স ভীষণ বেদনাদায়ক একটি প্রক্রিয়া। সামলে নেয়ার জন্য আমাকে সময় দিন। আমার ওপর ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। তবে এসবের কারণে আমি ভেঙে পড়ব না, সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। 
বিবৃতির নিচে সামান্থার স্বাক্ষরও রয়েছে।

উল্লেখ্য, বিয়ের চারবছর পর যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন সামান্থা ও নাগা চৈতন্য। বিবৃতিতে তারা বলেন, অনেক আলোচনা ও চিন্তাভাবনার পর আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি।

Exit mobile version