Site icon Jamuna Television

ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ছবি: প্রতীকী

ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় ট্রাকের ধাক্কার ঘটনায় মোটরসাইকেল চালক খোকন ও তার বন্ধু দেলোয়ার হাসপাতালে মারা যান।

অপরদিকে একই উপজেলার সুতিপাড়া এলাকায় সড়ক পারাপারের সময় হরেন্দ্র সরকার নামে আরও একজন কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন।

পুলিশ জানায়, খবর পেয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। তবে পৃথক ঘটনার ঘাতক পরিবহন দুইটি ও তাদের চালককে আটক করতে পারেনি পুলিশ।

ইউএইচ/

Exit mobile version