Site icon Jamuna Television

প্যান্ডোরা পেপারসে নাম; চিলির প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

ছবি: সংগৃহীত

প্যানডোরা পেপারস কাণ্ডে প্রেসিডেন্টের নাম আসার জেরে বিক্ষোভ ছড়িয়েছে লাতিন আমেরিকার দেশ চিলিতে।

শুক্রবার (৮ অক্টোবর) প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পাইনেরা’র বাসভবনের সামনে জড়ো হন কয়েকশ বিক্ষোভকারী।

প্যান্ডোরা পেপারসে নাম আসার পর, তদন্তে অস্বীকৃতি জানালে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভের ডাক দেয় ক্ষুব্ধ জনগণ। ব্যানার, কুশপুত্তলিকা নিয়ে স্লোগান দেন তারা। এসময় প্রসিডেন্টের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত ও তার পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা।

সম্প্রতি ফাঁস হওয়া প্যান্ডোরা পেপারস কাণ্ডে নাম আসে চিলির বর্তমান এই প্রেসিডেন্টের। দেশটির একটি খনি প্রকল্পে সেবাস্তিয়ান ও তার পরিবারের সদস্যের অবৈধ যোগসাজশের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও তার বিপুল পরিমাণ সম্পদের মালিকানা ও গোপনে অর্থবিনিয়োগের তথ্যও আসে জনসম্মুখে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান। ভিত্তিহীন এসব অভিযোগ- এমনটাই দাবি এ নেতার।

Exit mobile version