Site icon Jamuna Television

পুরনো এটিএম মেশিন কিনে ভেতরে মিললো লক্ষাধিক টাকা!

ছবি: প্রতীকী

অকেজো ও পুরাতন একটি এটিএম মেশিন সস্তায় কিনেছিলেন তিন বন্ধু। সেই এটিএম মেশিন খুলে দেখা গেলো ভেতরে রয়ে গিয়েছে লক্ষাধিক টাকা।

৩০০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার টাকার কিছু বেশি দামে এটিএম মেশিনটি কিনেছিলেন তিন বন্ধু। ভেতরে টাকা থেকে গিয়েছে কি না দেখতে তারা মেশিনটি খুলে ফেলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

এরপর দেখা যায় এটিএমের ধাতব বাক্সের ভেতর রয়েছে ২০০০ ডলার। যা বাংলাদেশি টাকার হিসেবে ১ লাখ ৭০ হাজার টাকারও বেশি। গোটা ঘটনার একটি ভিডিও টিকটকে দিয়েছেন তিন বন্ধু। তাতে দেখা যাচ্ছে হাতুড়ি, শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা সফল হন।

ভিডিওটি যিনি রেকর্ড করেছেন তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন। তিনি জানিয়েছেন, এক ব্যক্তি এই শর্তেই তাদের ওই মেশিনটি বিক্রি করেছিলেন যে ভেতরে যদি কিছু থাকে তবে তা ক্রেতারাই পাবেন।

তবে কোন দেশ বা কোন শহরে এ ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। টিকটক ভিডিওতে ওই তিন বন্ধু জানিয়েছেন, তারা ভেবেছিলেন কিছু টাকা থাকবে। তবে তার পরিমাণ যে ১ লাখ ৭০ হাজার ছাড়াবে, তা কল্পনাও করেননি।

ইউএইচ/

Exit mobile version