Site icon Jamuna Television

কর্মক্ষেত্রে প্রাণ হারানো সহকর্মীদের নোবেল উৎসর্গ মুরাতভের

২০২১ সালে শান্তিতে নোবেল জয়ী দিমিত্রি মুরাতভ। ছবি: সংগৃহীত

প্রতিকূল পরিবেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্যে এ বছর ফিলিপাইনের মারিয়া রেসার সাথে শান্তিতে যৌথভাবে নোবেল পুরষ্কার পেয়েছেন রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ। রুশ এই সাংবাদিক তার নোবেল পুরস্কারটি উৎসর্গ করেছেন নোভায়া গেজেটায় তার ছয় সহকর্মীকে, যারা দায়িত্ব পালন করতে গিয়ে হারিয়েছেন প্রাণ।

বিভিন্ন চাপের মুখেও কাজ করে যাওয়া সাংবাদিকদের রক্ষায় এই পুরস্কারকে কাজে লাগানোর আশা ব্যক্ত করেছেন রাশিয়ার অনুসন্ধানী সংবাদপত্র নোভায়া গেজেটার এডিটর ইন চিফ নোবেল জয়ী দিমিত্রি মুরাতভ; গত ৮ অক্টোবর মস্কোয় রয়টার্সের কাছে এ কথা জানান তিনি। মুরাতভ বলেন, ইগর ডমনিকভ, ইয়ুরি শেকোচিকিন, আন্না পলিকোভস্কায়া, স্টাস মার্কেলভ, আনাস্তাসিয়া বাবুরোভা, নাতাশা এস্তেমিরোভা- আজ নোবেল জয় করেছেন এই ছয়জন মানুষ। এই পুরস্কারকে আমরা কাজে লাগানোর চেষ্টা করবো রাশান সাংবাদিকতার স্বার্থে, যেটা এখনও দমন ও নিগ্রহের শিকার।

দমনমূলক কালো আইনের কথা উল্লেখ করে মুরাতভ বলেন, অনেককেই বিদেশি গুপ্তচর আখ্যা দিয়ে দেশত্যাগে বাধ্য করা হয় অথবা, সম্মুখীন করা হয় রাষ্ট্রীয় নির্যাতনের। সেই মানুষদের জন্যও কাজ করবো আমরা।

এম ই/

Exit mobile version