Site icon Jamuna Television

চট্টগ্রামে ৮০টি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের কর্মচারী আটক

চট্টগ্রাম বিমান বন্দরে ৮০টি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করেছে এনএসআই।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৮০টি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করেছে এনএসআই।

শনিবার (৯ অক্টোবর) সকালের একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ায় গোয়েন্দা বিভাগ। এ সময় টয়লেট থেকে বের হওয়া এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। বিষয়টি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে গোয়েন্দা কর্মকর্তারা। তিন প্যাকেটে মেলে ৮০টি স্বর্ণের বার।

আটক বেলাল উদ্দিন সিভিল এভিয়েশনে কর্মরত রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version