Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ভর্তি জালিয়াতির ঘটনায় দুই ধনকুবেরের বিচারকাজ শুরু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নামীদামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হচ্ছেন দুই ধনকুবের।

শুক্রবার (৮ অক্টোবর) ম্যসাচুসেটস রাজ্যে গামাল আজিজ ও জন উইলসন নামের দুই ব্যক্তির বিচারকাজ শুরু হয়।

সন্তানদের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অবৈধভাবে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে ৫৭ জনের বিরুদ্ধে। এদের মধ্যে দুই অভিভাবককে আনা হলো বিচারের আওতায়। খেলাধুলা বিষয়ক কোটায় সন্তানদের ভর্তি করতে লাখ লাখ ডলার লেনদেনের প্রমাণও মিলেছে বিত্তশালী বাবাদের বিরুদ্ধে। বহুল আলোচিত এই ভর্তি জালিয়াতির মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে অসমতার বিষয়টি নজর কাড়ে। তরুণ প্রজন্মের ওপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের।

Exit mobile version