Site icon Jamuna Television

আল আকসা মসজিদে প্রার্থনা করতে পারবে না ইহুদিরা

ছবি: সংগৃহীত

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করতে পারবে না ইহুদিরা। নিম্ন আদালতের রায় পাল্টে, ষাটের দশক থেকে জারি থাকা নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইসরায়েলের উচ্চ আদালত।

এর আগে বিতর্কিত এক রায়ে আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছিল দেশটির এক আদালত। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে জেরুজালেমে। তীব্র প্রতিবাদ জানায় ফিলিস্তিনের মুসলিমরা। গত মাসে আরিয়ে লিপ্পো নামে ইসরায়েলের এক ধর্মযাজক আল আকসায় প্রার্থনা করলে শুরু হয় বিতর্ক। মসজিদ প্রাঙ্গণে প্রবেশে দু’সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয় তার ওপর। এ ঘটনায় জেরাস-আলেমের আদালতে মামলা করেন তিনি।

গত মঙ্গলবার নিম্ন আদালতের রায়ে বলা হয়, লিপ্পোর নীরব প্রার্থনায় কোনো নিয়মভঙ্গ হয়নি। তবে আল আকসা মসজিদে প্রবেশ করতে পারলেও সেখানে ধর্মীয় আচার পালনের অনুমতি ছিলো না ইহুদিদের। দীর্ঘদিনের এক চুক্তি অনুযায়ী আল আকসায় নামাজ পড়েন মুসলিমরা। আর পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন ইহুদিরা।

Exit mobile version