Site icon Jamuna Television

মোংলা বন্দরে আরকটি লাইটার জাহাজ ডুবি

মোংলা বন্দরে ডুবলো পাথরবোঝাই আরেকটি লাইটার জাহাজ।

২৪ ঘণ্টার ব্যবধানে বাগেরহাটের মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে গেছে পাথরবোঝাই আরেকটি লাইটার জাহাজ।

শনিবার রাত দেড়টার দিকে মোংলা বন্দর চ্যানেল এলাকায় তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজ বিউটি অব লোহাগড়া-২। ১২শ’ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল জাহাজটি। খবর পেয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

এর আগে শুক্রবার দুপুরে বন্দরের পশুর চ্যানেলে কানাইনগর এলাকায় সার নিয়ে এমভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার কার্গো জাহাজ ডুবে যায়।

ইউএইচ/

Exit mobile version