Site icon Jamuna Television

বিএনপির উচিত নির্বাচনে অংশগ্রহণ করা: স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা ব্যুরো:

জনগণের প্রতি যদি বিএনপির অঙ্গীকার থাকে তাহলে তাদের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি। স্থানীয় সরকার নির্বাচনে সকল দলের অংশগ্রহণ প্রসঙ্গে

কুমিল্লায় বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি, বার্ডের ৫৪ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কারও যদি অঙ্গীকার থাকে, বিশ্বাস থাকে তাহলে তারা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। যারা স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে স্বাভাবিকভাবে তাদের কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলেও মনে করেন মন্ত্রী।

বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান, বার্ড মহাপরিচালক মো. শাহজাহান, অতিরিক্ত মহাপরিচালক মো. সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদসহ অনেকে।

Exit mobile version